Sunday, November 16, 2025

শাসক দলের ১০ বছরের রিপোর্ট কার্ড বৃহস্পতিবার প্রকাশ্যে

Date:

Share post:

১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী বিধায়করা উন্নয়নের কী কী কাজ গোটা বাংলা জুড়ে করেছেন, সরকার কী কাজ করেছেন, অর্থাৎ বিগত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান থাকবে এই রিপোর্ট কার্ডে। অনেক সময় বিরোধী দল শাসকদলের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি তোলে। কিন্তু সরকারে থাকা একটি দল তারা নিজেরাই তাদের কাজের খতিয়ান পেশ করছে তাও আবার বিধানসভা নির্বাচনের এক মাস আগে। বঙ্গ রাজনীতিতে এই ঘটনা সম্ভবত এর আগে ঘটেনি। কাল, বৃহস্পতিবার বেলা বারোটায় তৃণমূল ভবনে এই রিপোর্ট কার্ড পেশ করা হবে।

তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেকটাই মাটির কাছাকাছি থেকে প্রযুক্তির সাহায্যে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এ ব্যাপারে অগ্রণী টিম পিকে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার এবং দলের প্লাস-মাইনাস সবটাই পর্যালোচনা বিচার বিবেচনা করে তাদের মতো করে তাঁরা দলকে রিপোর্ট দিচ্ছেন। জেলায়-জেলায় ছড়িয়ে রয়েছে টিম পিকের সদস্যরা। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে রিপোর্ট কার্ড বা শাসকদলের পেশ করা রিপোর্ট কার্ডে উন্নয়নের খতিয়ান যে রাজনীতিতে চর্চার বিষয় হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। লক্ষ্যণীয় বিষয় হলো, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি পর্যালোচনা করেছে দল, যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলের আগ্রহ তৈরি হয়েছে।

২০১৬-র বিধানসভা নির্বাচনের মতো ২০২১-এর বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়বেন। আর কয়েক মাস মাত্র বাকি বিধানসভা নির্বাচনের। তার আগে সরকারের রিপোর্ট কার্ডে উন্নয়নের খতিয়ান পেশ করে বঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিতে চান, মানুষের উন্নয়নই তাঁর কাছে শেষ কথা। বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপি যেভাবে সর্বশক্তি দিয়ে ভোটের লক্ষ্যে নেমেছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হাতিয়ার হবে উন্নয়নই।

আরও পড়ুন- পঞ্চাশ বছরের একাকিত্ব: কেমন আছেন শহিদ-পত্নী অনিতা?

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...