Friday, November 14, 2025

নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ, মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনাকে কেন্দ্র যে সহজ ভাবে নেবে না সেকথা আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার উপর হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১৪ ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের এই দুই শীর্ষ আমলাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ চাপে রাজ্য সরকার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনায় শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সূত্রের খবর, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিজেপি নেতাদের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করেনি রাজ্য পুলিশ এবং সার্বিকভাবে রাজ্যের নিরাপত্তাব্যবস্থাও সন্তোষজনক। রাজ্যপালের এহেন রিপোর্ট হাতে আসার পরই আগামী ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে রাজ্যের নিরাপত্তায় সম্পূর্ণরূপে ডিজিপি ও মুখ্যসচিবের। কোনওভাবেই ভিআইপিদের নিরাপত্তা সঙ্গে আপোস করা যাবে না রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য। অনুমান করা হচ্ছে ১৪ ডিসেম্বর রাজ্যের ওই দুই শীর্ষ আমলার কাছে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হবে। রিপোর্টে সন্তুষ্ট না হলে তাদের কড়া হুঁশিয়ারি এমনকি শাস্তিমুলক পদক্ষেপ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:রাজনৈতিক অপসংস্কৃতি: পরিকল্পিত হামলা, অভিষেকের বাসভবনে কালি

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার হামলার ঘটনায় ইতিমধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৭জনকে। যারা প্রত্যেকেই ওই হামলার ঘটনার সময় উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবারে রাতভর তল্লাশি চালানো হয়েছে পুলিশের তরফে। সবমিলিয়ে উপর হামলার ঘটনায় বর্তমানে বেশ চাপে রাজ্য সরকার। পাশাপাশি বঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...