আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী, চিকিৎসকদের নির্দেশে সাড়া

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে একথা জানায় উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশনে থাকলেও তিনি সচেতন আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করা হয়েছে। ভেন্টিলেশন ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল থাকতে পারছেন কি না তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে দেখতে চাইছেন চিকিৎসকরা।

বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে।
• বুদ্ধদেবের শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৫৫ শতাংশ।
• এদিন সকালে তাঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে।
• তাঁর চেতনা ধীরে ধীরে ফিরছে।
• চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিচ্ছেন তিনি।
• চোখ মেলে তাকানোর চেষ্টা করছেন।
• ধীরে ধীরে ভেন্টিলেটরের ওপর নির্ভরশীলতা কমানো হবে বলে এদিন জানিয়েছেন চিকিৎসকরা।
• তার আগে দেখতে হবে যে তিনি ভেন্টিলেশন ছাড়া কতটা সাড়া দিচ্ছেন।

আরও পড়ুন : অবস্থার কিছুটা উন্নতি, তবে সংকট কাটেনি বুদ্ধবাবুর

শুক্রবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও নেতারা।

আপাতত রাইস টিউবের মাধ্যমে বুদ্ধদেববাবুকে দেওয়া হচ্ছে তরলজাতীয় খাবার। সংক্রমণ ঠেকাতে চলছে অ্যান্টিবায়োটিক।

Previous articleনাড্ডার কনভয়ে হামলার অভিযোগ, মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
Next articleকল্যাণীতে ধৃত মণীশ শুক্লা খুনে মূল ষড়যন্ত্রকারী নাসির