Thursday, August 28, 2025

ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সন্তোষজনক। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। গত ২৪ ঘণ্টার তুলনায় তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার, বুদ্ধদেবকে মেকানিক্যাল ভেন্টিলেশন মুক্ত করা হলেও আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা জানিয়েছেন।

শুক্রবার, সকালে স্ত্রী ও কন্যা তাঁকে দেখতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথাও বলেন। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধবাবু তাঁর বহুদিনের সঙ্গী তপনবাবুরও খোঁজ করেন।

আগামী ২৪ ঘণ্টায় নতুন করে আর শারীরিক পরিস্থিতির অবনতি না হলে বুদ্ধদেবকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করবেন বলে জানান চিকিৎসকরা।

শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিন উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভেন্টিলেশনে থাকলেও তিনি সচেতন আছেন। সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করা হয়েছে। ভেন্টিলেশন ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল থাকতে পারছেন কি না তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে দেখতে চাইছেন চিকিৎসকরা।

বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে। এদিন সকালে তাঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিচ্ছেন তিনি। এখন তিনি ভেন্টিলেশন ছাড়া কতটা সাড়া দিচ্ছেন। সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও নেতারা।

 

spot_img

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...