মুখ্যমন্ত্রী ভাষণের বক্তব্য নিয়ে আক্রমণ এবার বিমানের

মুখ্যমন্ত্রীকে এবার আক্রমণ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। বললেন, নাড্ডা-ফাড্ডা-চাড্ডা বলে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রীতিকে প্রশ্ন চিহ্নের সামনে ফেলে দিচ্ছেন। এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না।

শুক্রবার নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিমান বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের পরিস্থিতি কী তা সকলে দেখছেন। রিপোর্ট যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী ভাষণে বলছেন চাড্ডা-নাড্ডা-ফাড্ডা। মানে কী? চাড্ডা তো পাঞ্জাবী। দুদিন আগে তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবার তাদের সম্বন্ধে এসব কথা মানায়?

আপার প্রাইমারি নিয়ে কোর্টের নির্দেশ প্রসঙ্গে বিমান বলেন, সবটাই তো অনিয়ম। কোর্টে তা প্রমাণিত হয়ে গিয়েছে।

 

Previous articleবঙ্গধ্বনি পদযাত্রায় সামিল করোনা-মুক্ত গৌতম দেব
Next articleভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন