আইএসএলের পঞ্চম ম্যাচে এগিয়ে থেকেও ড্র করল এটিকে মোহনবাগান। শুক্রবার তারা ১-১ গোলে ড্র করলো হায়দরাবাদ এফসির সঙ্গে। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন মনভির সিং।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় এটিকে এমবি। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। তাই এদিন ম্যাচের শুরু থেকে আক্রমনাত্মক খেলতে থাকে হাবাসের দল। ম্যাচের ২৭ মিনিটে প্রবীর দাসের অসামান্য শট বাঁচান হায়দরাবাদের গোলরক্ষক সুব্রত পাল। এরপর পাল্টা আক্রমন চালায় হায়দরাবাদ। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। যার ফলে গোলশুন্য থাকে প্রথমার্ধের ম্যাচ। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম্যাচের ৫৪ মিনিটে দুরন্ত গোল করে মনভির সিং। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাগান ব্রিগেড। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় হায়দরাবাদ। আর সেই সুযোগ কাজে লাগায় হায়দরাবাদ এফসি। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে হায়দরাবাদের হয়ে গোলটি করেন ভিক্টর। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে আক্রমনে গেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি রয় কৃষ্ণা, এদু গার্সিয়ারা।

এই ড্র এর ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। বুধবার আইএসএলের পরবর্তী ম্যাচে বাগানের মুখোমুখি এফসি গোয়া।

আরও পড়ুন:ফিট রোহিত, ক’টি টেস্ট খেলতে পারবেন? জেনে নিন

