Monday, August 25, 2025

সিঙ্গুর আন্দোলন নিয়ে ‘বোধোদয়ের’ নাটক মুকুল রায়ের

Date:

Share post:

২০০৬-০৭ সালের সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) সময় তিনি তৃণমূলের (TMC) প্রথমসারির নেতা৷ আন্দোলনের রূপরেখা তৈরির অন্যতম প্রধান কারিগর৷ এখন তিনি দলবদল করে বিজেপি (BJP)-তে৷

আজ, ২০২০-র শেষভাগে এসে মুকুল রায়ের (Mukul Roy) ‘বিলম্বিত বোধোদয়’-এর নাটক, “সিঙ্গুর থেকে টাটাদের (Tata) ‘তাড়ানো’ ভুল হয়েছিল। তার জেরে এখনও পশ্চিমবঙ্গে শিল্প আসছে না।”
রবিবার ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেখানেই বিজেপির জাতীয় সহ সভাপতি সেই মুকুল রায়-ই দাবি করলেন, সিঙ্গুর থেকে টাটাদের ‘তাড়ানো’ ভুল হয়েছিল। তার জেরে এখনও পশ্চিমবঙ্গে শিল্প আসছে না।

এর পরেই মুকুল রায়কে প্রশ্ন করা হয়, সিঙ্গুর আন্দোলনের সময় তো আপনি তৃণমূলে ছিলেন, তাহলে তখন কেন এর বিরোধিতা করেননি? মুুকুলের জবাব, ‘তখনও তিনি বিরোধিতা করেছিলেন। এখনও বিরোধিতা করছি’। কিন্তু কখন, কীভাবে ‘বিরোধিতা’ করেছিলেন, সে বিষয়ে মুখই খোলেননি মুকুল রায়।

রবিবার ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচি শুরু করেছে বিজেপি। বিজেপির দাবি, রাজ্যের ‘বেকারত্ব’-কে হাতিয়ার করেই আগামী বছর বিধানসভা ভোটে নামবে৷ সেই কর্মসূচিই এদিন শুরু হয়েছে। হেস্টিংসে সেই কর্মসূচির সাংবাদিক বৈঠকে কাগজ নিয়ে এসে মুকুল রায় এদিন এই দাবি করেছেন৷
বঙ্গ-বিজেপিরই একাংশের মতে, মুকুল
সেদিন সিঙ্গুর আন্দোলনের পুরোভাগে ছিলেন৷ আজ টাটাদের তথাকথিত ‘তাড়ানোর’ দায় শুধুই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের
(Mamata Banerjee) ঘাড়ে চাপানোর এই চেষ্টা স্রেফ নিজের স্বার্থে ৷ ওই কারনেই যদি রাজ্যে শিল্প না এসে থাকে, তার দায় মুকুল রায়েরও৷

প্রসঙ্গত, সিঙ্গুর আন্দোলনের সময় মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী। তারপর এই তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়ে এখন কট্টর তৃণমূল বিরোধী।

আরও পড়ুন- শান্তিনিকেতনে বন্ধ পৌষমেলা, ভার্চুয়ালে প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...