উত্তরবঙ্গ সফরে সোমবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে (Jalpaiguri) পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrjee)। সোমবার, বাগডোগরা (Bagdogra) বিমানবন্দর থেকে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে হেলিকপ্টারে নামেন তিনি।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা। এরপর সেখান থেকে করলাবাঁধের ওপর দিয়ে জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দফতরের বাংলোতে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

এদিন, মুখ্যমন্ত্রীর কনভয় (Convoy) দেখে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। সোমবার, সন্ধেয় আলিপুরদুয়ার (Alipudyar) ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন তৃণমূল নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।