বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে বৃহস্পতিবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)। এই নিয়ে পরপর ৮ দিন পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রইল।

আরও পড়ুন : ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবারের বাজার দর

আজ বৃহস্পতিবার, পেট্রল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata
আরও পড়ুন : সেনসেক্স ৪০৩ পয়েন্ট লাভ, নিফটি ১৩,৬৮২

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

উৎসবের মরসুম পেরোতেই, ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা।

আরও পড়ুন : একনজরে দেখে নিন আজকের সোনা রুপোর দাম

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (Bharat Petroleum Corporation) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই (Hindustan Petroleum Corporation) বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।
