Tuesday, August 26, 2025

ইস্তফা দিলেও শ্যামাপ্রসাদকে দলে জায়গা দিতে নারাজ বিজেপি

Date:

Share post:

তৃণমূল ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ প্রাক্তন পুরপ্রধান ও বাঁকুড়া জেলায় তৃণমূলের সহ সভাপতি ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর ইস্তফাপত্র জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকে পাঠিয়ে দেন ৷
বরাবর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ষীয়ান নেতা তাঁরই পথে হেঁটে তৃণমূল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাকে কি আদৌ বিজেপি ঠাঁই দেবে? শুভেন্দুর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা । কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের খবর, আদতে কংগ্রেসি রাজনীতির পথ ধরে উঠে আসা বর্ষীয়ান শ্যামাপ্রসাদকে দলে জায়গা দিতে নারাজ বিজেপি । সেক্ষেত্রে তিনি যতই শুভেন্দু নির্ভর হন না কেন, তার পক্ষে বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে । কারণ, তৃণমূল ত্যাগের পর শুভেন্দুর পথে হেঁটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা উসকে উঠতেই বাঁকুড়া বিজেপি নেতৃত্বের মধ্যে তুমুল শোরগোল দেখা দেয়। দলীয় সদস্যরা ও এমনকি বিজেপির নিচুতলার কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। তাই তাঁকে বিজেপিতে নেওয়া যাবে না।
তার বিজেপি যোগদান নিয়েও এমনই আপত্তি তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ইস্যুতে বিষ্ণুপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সদস্যরা।
সম্প্রতি বিষ্ণুপুর পুরসভার প্রশাসকের পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়েছিল তৃণমূল৷ তার গতিপ্রকৃতি আঁচ করেই আগাম তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এখন দেখার, আদৌ বিজেপিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার টিকিয়ে রাখতে পারেন কিনা এই বর্ষীয়ান নেতা। অন্যথায় তার রাজনৈতিক কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার পথে হাঁটবে তা বলার অপেক্ষা রাখে না ।

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...