Sunday, August 24, 2025

নিত্যানন্দের ডেরায় যেতে লাগবে ই-ভিসা, চালু হল বিমান পরিষেবা ‘গড়ুর’

Date:

Share post:

ধর্ষণ ও অপহরণ মামলায় অভিযুক্ত পলাতক স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ এবার তার তৈরি করা দেশের জন্য ই-ভিসা ও পাসপোর্ট-এর প্রক্রিয়া শুরু করলো। সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ্যে আনেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, তার দেশ ‘কৈলাসা’ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই চার্টার্ড বিমান পরিসেবার নাম দেওয়া হয়েছে ‘গড়ুর’। যদিও নিত্যানন্দের এই ‘কৈলাসা’ নামক দেশ কোথায় অবস্থিত তা স্পষ্টভাবে না জানা গেলেও অনুমান করা হচ্ছে অস্ট্রেলিয়ার নিকটবর্তী কোনও একটি দ্বীপ এটি।

যে ভিডিও নিত্যানন্দ প্রকাশ্যে এনেছেন সেখানে তিনি দাবি করেছেন, কৈলাসায় পৌঁছতে গেলে আপনাকে অস্ট্রেলিয়ায় আসতে হবে প্রথমে। যেখান থেকে চার্টার্ড বিমান গড়ুর দ্বারা কৈলাসাতে নিয়ে আসা হবে। উল্লেখ্য এর আগে বলা হচ্ছিল নিত্যানন্দ দক্ষিণ আমেরিকার পশ্চিমে কোন একটি দ্বীপ কিনেছেন। তবে সাম্প্রতিক ভিডিওতে অনুমান করা হচ্ছে দক্ষিণ আমেরিকা নয় দ্বীপটি অস্ট্রেলিয়ার নিকটবর্তী। শুধু তাই নয় কৈলাসা যাওয়ার জন্য ভিসা প্রসঙ্গে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে বলা হয়েছে তিন দিনের বেশি এই দ্বীপে থাকার অনুমতি নেই ভিসায়। এবং ওই তিন দিনে মাত্র একবারই নিত্যানন্দকে দর্শন করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে ফোন করলেন অনুব্রত মণ্ডল

সম্প্রতি, কৈলাসার ভিসা ও পাসপোর্টের জন্য আবেদন করার যে তথ্য প্রকাশে এসেছে তা হল, ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে shrikailasa.org/e-passport ওয়েবসাইটে যেতে হবে। তারপর এখান থেকেই পাওয়া যাবে কৈলাসা আর ই ভিসা। যদিও নিত্যানন্দের ডেরায় পৌঁছতে গেলে অস্ট্রেলিয়াতে কম করে সাতদিন থাকতে হবে নিত্যানন্দের সাক্ষাৎ পেতে চাওয়া ভক্তকে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...