Saturday, August 23, 2025

দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পার, মোদি সরকারকে তোপ রাহুলের

Date:

Share post:

দেশে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে লাগাতারভাবে। শনিবার মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক কোটির গণ্ডি। মৃত প্রায় ১.৫ লক্ষ। দেশে করোনার এমন ভয়াবহ পরিস্থিতির জেরে সরাসরি মোদি সরকারকে(Modi government) তোপ দেগে সরব হয়ে উঠলেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধী(Rahul Gandhi)। করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকারের নীতি নিয়ে এদিন টুইটারে আক্রমণ শানান তিনি।

শনিবার টুইট করে রাহুল গান্ধী লেখেন, ‘দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রায় ১.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ২১ দিনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেতার দাবি ও অপরিকল্পিত লকডাউন কোনওটাই সফল হলো না। তবে এটা ঠিক, সরকারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য লক্ষ মানুষের প্রাণ চলে গেল।’ উল্লেখ্য, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কিছুটা কম হলেও সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। লাগাতার ছয়দিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে রয়েছে।

আরও পড়ুন:গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,১৫২ জন। ৩৪৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায়।পাশাপাশি ২৯ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন এই ভাইরাসকে হারিয়ে। রিপোর্ট বলছে সুস্থ ও মৃতের সংখ্যা বাদ দিয়ে ভারতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশে ১৬ কোটি টেস্ট করা হয়েছে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...