রাজ্যে এসে মেদিনীপুর সফরে গিয়ে হাবিবপুরে শহিদ ক্ষুদিরাম বসুর (Khudiram Basu) জন্মভিটে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। শহিদ ক্ষুদিরামের বাড়িতে গোয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শাহ। ক্ষুদিরাম বসুর এক মূর্তির আবরণও উন্মোচন করে মালা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিত শাহ(Amit Shah) বলেন, ” শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান স্থানের মাটি মাথায় লাগিয়ে নিজেকে ধন্য মনে করছি। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু ক্ষুদিরাম বসুর মতো মনীষীদের ত্যাগের জন্য আমরা স্বাধীন ভারতে
বাঁচতে পারছি। ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তিনি যতটা বাংলার ততটাই ভারতের।”

বীরত্ব ও সাহসের প্রতীক ক্ষুদিরাম বসুকে পুষ্প নিবেদনের মাধ্যমে আমি আমার শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলাম। যিনি খুব অল্প বয়সেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শহীদ ক্ষুদিরামের এই আত্মবলিদান আজও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের অনুপ্রেরণা জোগায়। pic.twitter.com/Zmf1zszv4v
— Amit Shah (@AmitShah) December 19, 2020
শহিদ ক্ষুদিরাম বসুকে নিয়ে তাঁরই জন্মভিটে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ক্ষুদিরাম বসুর মতো একজন মানুষের ত্যাগ গোটা ভারতের আদর্শ। গীতা হাতে ফাঁসির মঞ্চে চড়ছিলেন। তিনি সেই সময় যে স্লোগান দিয়েছিলেন তার গোটা ভারতের মন্ত্র হয়ে উঠেছিল। গোটা দেশের যুব সমাজ তাঁর ত্যাগের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছিল। এই দিনই ফাঁসি দেওয়া হয়েছিল, রাম প্রসাদ বিসমিল, আসফাকউল্লাহ খান ও ঠাকুর রোশন সিংকে। তাঁদের ত্যাগ গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছিল।”

আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস, যোগ দিচ্ছেন শাহের জনসভায়
