Saturday, August 23, 2025

‘তৃণমূল ৩ অঙ্ক পার করতে পারবে না’, শুভেন্দুকে পাশে পেয়ে হুঙ্কার মুকুলের

Date:

Share post:

তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর দক্ষতার সঙ্গে তলে তলে পুরনো দল ভাঙার কাজটা চালিয়ে গিয়েছেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy)। সেই তালিকায় তাঁর নবতম ‘শিকার’ শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শনিবার অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে মেদিনীপুরের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী। এর ঠিক পর পুরনো সহকর্মীকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখাল মুকুল রায়কে। মেদিনীপুরের ময়দানে মমতাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মুকুল বললেন আগামী নির্বাচনে তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।

শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলের ৪৩ জন রাজনৈতিক নেতা বিজেপিতে যোগদান করেন। তবে তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিজেপি যোগে রাজ্যে গেরুয়া বাহিনীর শক্তি অনেকখানি বেড়ে গেল তা বুঝিয়ে দিয়ে এদিন মুকুল রায় বলেন, ‘শুভেন্দু আমার অনেকদিনের সহকর্মী। একসঙ্গে অনেক লড়াই করেছি আমরা। দলে শুভেন্দুকে আমি স্বাগত জানাচ্ছি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর মমতার বিরুদ্ধে আমাদের আন্দোলনে নতুন মাত্রা পেল।’ এরপর মমতাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মুকুল জানিয়ে দেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের যত লাফালাফি করুন আজ বলে রাখছি তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।’ একই সঙ্গে মুকুল রায় এটাও জানান, ‘লিখে রাখুন এই সরকার খুব শিগগিরই শুভেন্দুর বিরুদ্ধে দাঁত-নখ বের করবে।’

আরও পড়ুন:তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর

এর পাশাপাশি মুকুল রায়কে ‘বড় দাদা’ সম্মান দিয়ে এদিন মুখ খুলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘মুকুলদা আমাকে বারবার ফোন করে বলেছে শুভেন্দু যদি আত্মসম্মান থাকে তবে চলে আয়। ওখানে থাকিস না।’ বলার অপেক্ষা রাখে না মুকুলের সেই ডাকে সাড়া দিয়ে এদিন গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন মেদিনীপুরের নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...