শুভেন্দুকে সঙ্গে নিয়েই বীরভূম সফরে অমিত শাহ

সদ্য গেরুয়া হওয়া শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই রবিবার বীরভূম সফরে যাচ্ছেন অমিত শাহ৷ অনুব্রত মণ্ডলের জেলায় শুভেন্দুকে নিয়ে যাওয়ার অর্থ, শুভেন্দু-অনুব্রত যুদ্ধ চালু করে দেওয়া, এমনই ধারনা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পুলিশ-প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের বদলি করতে হবে, রাজ্যকে কড়া চিঠি নির্বাচন কমিশনের
রবিবার শান্তিনিকেতনের বিনয় ভবনের প্যারেড গ্রাউন্ডে শাহ নামবেন বেলা সাড়ে ১০টা নাগাদ। বাংলাদেশ ভবনে গিয়ে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কথা বলবেন তিনি৷ ঘুরে দেখবেন বিশ্বভারতী। কথা বলতে পারেন শান্তিনিকেতনের পড়ুয়াদের সঙ্গে। বাসুদেব দাস বাউলের বাড়িতে শাহের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। মধ্যাহ্নভোজ শেষে তিনি যাবেন হনুমান মন্দিরে। সেখান থেকে বোলপুরের ডাকবাংলো ময়দানে । বোলপুর চৌরাস্তা পর্যন্ত তাঁর পদযাত্রা করারও কথা। পদযাত্রা শেষে সভা করার কথা অমিত শাহের৷
এরপর তিনি যাবেন বোলপুরের এক বেসরকারি রিসর্টে। ওখানে ঘণ্টাখানেকের সাংবাদিক সম্মেলন শেষ করে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লি ফিরবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিজেপি সূত্রে খবর, গোটা সফরেই শাহ-সঙ্গী শুভেন্দু অধিকারী।

Previous articleএকনজরে আজকের সোনা রুপোর দাম
Next articleসিঁড়ি ভেঙে ভেঙে ওঠা নেতা শাহকে বলেন কিনা ‘আমি বাচ্চা, আমাকে শেখান!