Wednesday, November 5, 2025

মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

Date:

Share post:

মোদির শাসনকালে ভারত-মার্কিন সুসম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এমনটাই দাবি করে বিজেপি সরকার(BJP government)। এবার তারই পুরস্কার স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ‘লিজিয়ন অফ মেরিট'(legion of merit) দিলেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। এদিন হোয়াইট হাউসে(White House) মোদির হয়ে এই সম্মান গ্রহণ করেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই সম্মান তুলে দেন আমেরিকার জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। ভারত-মার্কিন সম্পর্ক সম্পর্ককে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকার তরফে শুধুমাত্র বিশ্বের রাষ্ট্রনেতাদেরই দেওয়া হয় ‘চিফ কম্যান্ডার অফ দ্য লিজিওন অফ মেরিট’ সম্মান। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্রায়েন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারত ক্রমশ বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে এ সম্মান তারই স্বীকৃতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মার্কিন সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে যার জেরেই এই সম্মান দেওয়া হল। তবে শুধু ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নন, হোয়াইট হাউস থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও।

আরও পড়ুন:একের পর এক বিজ্ঞাপনে অভিনয়, বোর্ডের সভায় প্রবল প্রশ্নের মুখে পড়বেন সৌরভ

অবশ্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই ধরনের সম্মান শুধুমাত্র আমেরিকা থেকেই পাননি। তার শাসনকালে সৌদি আরব, প্যালেস্তাইন, আরব আমিরশাহী, রাশিয়া ও মালদ্বীপ থেকেও এই ধরনের সম্মান পেয়েছেন তিনি। অন্যদিকে সম্প্রতি শেষ হওয়া আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসেই আমেরিকার নতুন রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। নিজে থেকে এই হার স্বীকার না করলেও সরে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে তার আগে বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে বন্ধুকে সম্মান জানিয়ে গেলেন তিনি।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...