Saturday, November 8, 2025

বিশ্বভারতীর শতবর্ষে বন্ধ পৌষ মেলা, প্রথা মেনে অবশ্য শুরু হলো পৌষ উৎসব

Date:

Share post:

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার করোনা পরিস্থিতির(coronavirus situation) কারণে বিশ্বভারতীতে(visva Bharati) বন্ধ হলো পৌষ মেলা(Poush Mela)। যদিও রীতি মেনে বুধবার সকাল ৭ থেকে ৭:৩০ পর্যন্ত বিশ্বভারতীর ছাতিম তলায় বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীত গানের মধ্যে দিয়ে শুরু হল পৌষ উৎসব। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের কারণে এই বছর মেলা করতে পারবে না তারা। ফলস্বরূপ কার্যত শ্মশানের রূপ নিয়েছে পূর্ব পল্লী মেলার মাঠ। মন খারাপ শান্তিনিকেতনের(Shantiniketan) ছাত্র-ছাত্রীদের।

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পৌষ মেলা করোনা পরিস্থিতির কারণে বন্ধ হলেও করোনা বিধি মেনে পৌষ উৎসব পালন করা হবে। ৬ পৌষ সন্ধ্যায় বৈতালিকের মাধ্যমেই এই উৎসব শুরু হয়ে গিয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে পৌষ উৎসবের যে অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়েছে তা হলো ৭ পৌষ শান্তিনিকেতন ছাতিমতলায় হবে উপাসনা, ৮ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং ৯ পৌষ সন্ধ্যায় বিশ্বভারতীর উপাসনা মন্দিরে খ্রীষ্ট উৎসব ও আলোকসজ্জার মাধ্যমে এ বছরের মতন শেষ হবে পৌষ উৎসব। পাশাপাশি আরও জানা গিয়েছে আগামীকাল ৮ পৌষ বিশ্বভারতীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

আরও পড়ুন:দশম ও দ্বাদশের অফলাইন ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারির পরে

প্রসঙ্গত, স্বাধীন ভারতের ইতিহাসে পৌষ মেলা বন্ধের ঘটনা প্রথম বার হলেও এর আগে দু’বার বন্ধ হয়ে গিয়েছিল শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কারণে প্রথমবার পৌষ মেলা বন্ধ হয় শান্তিনিকেতনে। এরপর ১৯৪৬ সালে দেশভাগের সময় ফের বন্ধ হতে দেখা যায় পৌষ মেলা। আর তৃতীয় বার পৌষ মেলা বন্ধ হল করোনা পরিস্থিতি কারনে। উল্লেখ্য, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মে দীক্ষার দিনকে স্মরণ করে রাখতে ১৮৯১ সালের ৭ পৌষ সূচনা হয়েছিল পৌষ মেলার। ১২৫ বছরের পুরনো এই মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকাবাসীর।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...