সফল বরানগর- দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান

সফলতার সঙ্গে  শুরু হলো বরানগর- দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান । বুধবার দুপুরে মেট্রো রেলের সেফটি ডিপার্টমেন্টের কর্তারা ট্রায়াল রানের আগে বরানগর এবং দক্ষিণেশ্বর এই দুটি স্টেশনের খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন। স্টেশনে নিরাপত্তা এবং যাত্রী সাচ্ছন্দ্য যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় সেদিকেই কড়া নজরদারি ছিল তাদের।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাদের ছাড়পত্র মিললেই সাধারণ যাত্রীদের জন্য নোয়াপাড়া থেকে এই দুই স্টেশন হয়ে মেট্রো রেল চলাচল করবে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই শুরু হতে পারে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো (Metro)। কলকাতার মেট্রোর এক্সটেনসন একেবারে শেষ পর্যায়ে। সাজিয়ে তোলা হয়েছে স্টেশন দুটি। এই দুই স্টেশন মেট্রোর সঙ্গে যুক্ত হলে দক্ষিণেশ্বর ও কালীঘাট, এই দুই তীর্থক্ষেত্রে অত্যন্ত কম সময়ে সহজেই পৌঁছিয়ে যেতে পারবেন যাত্রীরা।
নোয়াপাড়া থেকে মেট্রোর রেক এই দুই স্টেশন নিরাপদেই পেরিয়েছে বলে জানানো হয়েছে । ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের জিএম ও অন্যান্য আধিকারিকরা। এখন সাধারণের জন্য ট্রেন চলাচল শুরু হতে
কমিশনার অফ সেফটির সবুজ সঙ্কেত মেলার অপেক্ষায় সবাই ।

Previous articleদশম ও দ্বাদশের অফলাইন ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারির পরে
Next articleবিশ্বভারতীর শতবর্ষে বন্ধ পৌষ মেলা, প্রথা মেনে অবশ্য শুরু হলো পৌষ উৎসব