অস্ট্রেলিয়ার ( Australia ) হয়ে ব্যাট হাতে সফল । আবার সোশ্যাল মিডিয়ায়তেও সমান ভাবে সফল তিনি। যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হলেন ডেভিড ওয়ার্নার (David Warner) । চোটের কারনে দ্বিতীয় টেস্টে( 2nd test) ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি। এরই মাঝে ইনস্টাগ্রামে আবার ভাইরাল ওয়ার্নার।

মঙ্গলবার বলিউড বাদশা শাহরুখ খানের (shahrukh khan) ডন ২ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। সেই দৃশ্যে একটি অ্যাপের মাধ্যমে শাহরুখ খানের মুখ সরিয়ে নিজের মুখ বসিয়ে নেন তিনি। আর সেটি পোস্ট করতেই নিমিষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেই ভিডিও দেখে ওয়ার্নারের ভক্তরা আবার তাকে বলিউডে দেখার ইচ্ছে প্রকাশ করেছে।

একদিনের ম্যাচে খেলতে গিয়ে চোট পান ওয়ার্নার। তারপর প্রথম টেস্টে মাঠে নামেননি তিনি। দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা থাকলেও চোটের কারনে মাঠে নামতে পারছেন না ওয়ার্নার। এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন তিনি।

আরও পড়ন:পেলের রেকর্ড ভাঙলেন মেসি

