Monday, November 3, 2025

মমতার কোনও বিকল্প নেই: কাঁথি পরিবারিক সম্পত্তি নয়, কটাক্ষ সৌগত-ফিরহাদের

Date:

Share post:

মমতার কোনও বিকল্প নেই: কাঁথির মিছিল ও জনসভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূলের (Tmc) দুই হেভিওয়েট নেতা সৌগত রায় (Sougata Roy) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অধিকারী গড় বলে পরিচিত কাঁথিতে বুধবার মিছিল(Rally) ও সভা (Meetin) করে তৃণমূল। এর আয়োজক ছিলেন অখিল গিরি।(Akhil Giri) মঞ্চ থেকেই সৌগত রায় স্পষ্ট জানান, কাঁথি কোনও পরিবারের সম্পত্তি নয়।

সরাসরি নাম করে সুর চড়িয়ে শুভেন্দুকে আক্রমণ ফিরহাদ হাকিম৷ পরিবারতন্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাবে তিনি বলেন, “আমার বাবা-মা কেউ নয়, কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয় ৷ সিঁড়ি ভেঙে এখানে এসেছি৷ কিন্তু তুমি উঠেছ লিফটে৷ শিশির অধিকারী না থাকলে কিছু না৷ এত অল্প বয়সে সাংসদের টিকিট পেয়েছিলে শুধু শিশির অধিকারীর (Sisir Adhikari) ছেলে বলে ৷ আর আজ তুমি পরিবারতন্ত্রের কথা বলছ!”

শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার পর তাঁর খাসতালুক বলে পরিচিত কঁথিতে সাংসদ সৌগত রায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রথম মিছিল করল তৃণমূল। তবে মিছিল বা সভায় যোগ দেননি অধিকারী পরিবারের কেউ।

মিছিলের পর কাঁথিতে জনসভায় সৌগত রায় বার্তা দেন শুভেন্দু দল ছাড়লেও তৃণমূলের তেমন কোনও ক্ষতি হয়নি। তিনি বলেন, “বিশ্বাসঘাতকতার জন্য মানুষ শুভেন্দুকে ক্ষমা করবে না”। সৌগত রায় বলেন, এদিনের দেখেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর কোন বিকল্প নেই।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনে তৃণমূল নেত্রীর অবদানকে অস্বীকার করার চেষ্টা করেন। সেই প্রসঙ্গ তুলে সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) নন্দীগ্রামে না গেলে জাতীয় স্তরে এত বড় প্রচার পেত না।

আরও পড়ুন:তৃণমূলের ভ্যাকসিন বিজেপি, কুলপির সভায় বললেন দিলীপ ঘোষ

এদিন তৃণমূল নেতৃত্বের আক্রমণের নিশানায় বিজেপির থেকেও বেশিভাবে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। শক্তি প্রদর্শনে তৃণমূলের মিছিল এবং সভা। আর তার ভিড় দেখেই আশ্বস্ত নেতৃত্ব। কারণ, অধিকারী পরিবারের অনুপস্থিতির কোনও ছাপ শ্রেণি বলেই দাবি তাঁদের।

spot_img

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...