Thursday, August 21, 2025

অধিকারী পরিবারই সব! বক্তব্যে কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Date:

Share post:

অধিকারী পরিবার ছিল বলেই পূর্ব মেদিনীপুরে জিততে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দিয়ে কাঁথির প্রথম সভায় দাবি করলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, শিশির অধিকারী ( Sisir Adhikari) ছিলেন বলেই গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপি (Bjp) প্রার্থী জিততে পারেননি। আর তার এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে কী ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু? ওই কাঁথিতেই বুধবার, সৌগত রায় (Sougata Roy), ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে তৃণমূলের অধিকারী পরিবারের কেউ সভায় উপস্থিত ছিলেন না দিব্যেন্দু অধিকারী। জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি। আর শিশির অধিকারী নিজের অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন- শীতের আমেজে আনন্দে মেতে উঠুন সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি উৎসবে

এদিকে শুভেন্দু অধিকারী বলছেন, অধিকারী পরিবারই পূর্ব মেদিনীপুরে শেষ কথা। তাদের জন্য তৃণমূল জিতেছে। তাহলে এবার সেই পরিবার থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কোন হিসেবে মেদিনীপুরের জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দু? তাহলে কি অনতিদূরে পরিবারের আরও সদস্যদের নাম লেখাবেন গেরুয়া পরিবারের। এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

এদিনের সভায় আরও একটা অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, জেলার নেতারা জায়গা পাননি, অথচ দক্ষিণ কলকাতার মুষ্টিমেয় তৃণমূল নেতাদেরকেই মন্ত্রিত্ব এবং পদ দেওয়া হয়েছিল। কী বলতে চাইছেন শুভেন্দু? এখানে কি গ্রাম শহর ভাগ করতে চাইছেন তিনি? সেটাই যদি হয় তাহলে তাঁর পরিবারের অনেকেই রয়েছেন তৃণমূলে। সেক্ষেত্রে সেখানেও কি কোন পরিবর্তন আসতে চলেছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- শুভেন্দুকে তুলোধনা সুজাতার, গর্জন-হাততালিতে ফেটে পড়লো পূর্বস্থলীর তৃণমূলের জনসভা

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...