বেনজির উদ্যোগ!

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন বর্তমানে বিজেপির লোকসভার সাংসদ গৌতম গম্ভীর (BJP MP Gautam Gambhir)। এবার তিনি এক বেনজির উদ্যোগ নিয়েছেন। জনসাধারণের জন্য চালু করেছেন ক্যান্টিন। সেখানে মাত্র ১ টাকায় মিলবে খাবার।

গম্ভীরের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লি। সেখানেই জনসাধারণের জন্য ‘এক আশা জন রসোই’ক্যান্টিন চালু করেছেন। সেখানেই মিলবে ১ টাকায় খাবার। তিনি প্রথম ক্যান্টিনটি চালু করলেন বৃহস্পতিবার দিল্লির (Delhi) গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্টপে। ক্যান্টিনটি প্রতিদিন দুপুর সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চালু থাকবে।

গম্ভীর এর আগেও ক্যান্টিন চালু করেছিলেন। তিনি জানিয়েছেন, এরপর অশোকনগরেও এরকম আরও একটি ক্যান্টিন খুলবেন। সেটি প্রজাতন্ত্র দিবসে চালু করা হবে। সব মিলিয়ে পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় অন্তত একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করার পরিকল্পনা রয়েছে গম্ভীরের। জানা গিয়েছে, পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন ও সাংসদের ব্যক্তিগত আর্থিক অনুদানে। এটি পরিচালনা করতে কোনওরকম সরকারি অনুদান নেওয়া হবে না।

১ টাকায় পাওয়া যাবে ভাত, সব্জির তরকারি ও মুসুর ডাল। একসঙ্গে বসে খেতে পারবেন ১০০ জন, তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৫০ জন সেখানে একসঙ্গে বসতে পারবেন। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নৈতিক অধিকার। পরিবারহীনরা যেভাবে আধপেটা খেয়ে দিন কাটান, তা ভীষণ হৃদয়বিদারক ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) লক্ষ্য দেশে যেন একজনও অনাহারে না থাকেন। এটা দেখে খুব কষ্ট হয় যে, গৃহহীন, দুঃস্থ লোকেরা দিনে দু’মুঠো খাবারও পান না!’’

Didn’t enter politics for drama or publicity but to see real CHANGE!
Delhi’s first “Jan Rasoi” will provide nutritious food at ₹1! More to come! #FoodForAll pic.twitter.com/UA7pFSSq3g
— Gautam Gambhir (@GautamGambhir) December 24, 2020
আরও পড়ুন-কীসের ভিত্তিতে বললেন বিজেপি দুই অঙ্ক পেরবে না? ব্যাখ্যা পিকের