কেন্দ্রীয় কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা রাজ্য সরকার বাংলায় কৃষকদের পেতে দিচ্ছে না বলে যখন বিজেপি (Bjp) নেতৃত্ব সরব হচ্ছেন, ঠিক সেই সময়ই পাল্টা তাঁদের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস (Tmc)। নিজেদের টুইটার (Twitter) হ্যান্ডেলের তারা লেখে, “যদি নরেন্দ্র মোদিজি (Narendra Modi) বাংলার কৃষকদের জন্য এতটাই উদ্বিগ্ন হন তাহলে কেন কিছু করা হয় না যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি লিখেন?
কাজ নয় রাজনৈতিক প্রচারই আপনার কাছে আগে!”

যদি @narendramodi জি বাংলার কৃষকদের জন্য এতটাই উদ্বিগ্ন হন, তাহলে কেন কিছু করা হয় না যখন @MamataOfficial সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লেখেন?
কাজ নয়, রাজনৈতিক প্রচারই আপনার কাছে আগে!#ModiAgainstFarmers
— All India Trinamool Congress (@AITCofficial) December 26, 2020
এই টুইটটিতে নরেন্দ্র মোদিকে ট্যাগ (Tag) করা হয়েছে। শুধু তাই নয়, টুইটের শেষে হ্যাশট্যাগ মোদি এগেনস্ট ফার্মার (#ModiAgainstFarmers) দেওয়া রয়েছে।


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বরাবরই বঞ্চনার অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। বিভিন্ন সময় তিনি কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে সরব হয়েছেন। টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে দূরে রাখার অভিযোগ করেন। তার জবাবে এবার এই টুইট বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-কেউ কেউ আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন, মোদির নিশানায় রাহুল

