Thursday, August 21, 2025

নন্দীগ্রামে শুভেন্দু’র বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হতে চান মদন মিত্র

Date:

Share post:

একুশের ভোটযুদ্ধে তাহলে কি রাজ্যের প্রাক্তন দুই পরিবহনমন্ত্রীর মুখোমুখি লড়াই দেখতে চলেছে রাজ্যবাসী ?

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হতে চান মদন মিত্র (Madan Mitra)৷ পানিহাটিতে শনিবার তৃণমূলের (TMC) এক সভামঞ্চে দাঁড়িয়ে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন রাজ্যের রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী৷ মদন মিত্র এদিন স্পষ্টভাষায় বলেছেন, “যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আমি পার্টি নেতৃত্বকে বলব নন্দীগ্রামে দাঁড়াতে চাই।” এদিন মিঠুন চক্রবর্তীর সুপার ভাইরাল “মারব এখানে লাশ পড়বে…” ডায়লগও মদনের মুখে শোনা গিয়েছে৷

এক প্রাক্তণ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দলত্যাগ করতেই গুরুত্ব বাড়ছে আর এক প্রাক্তণ পরিবহণমন্ত্রী মদন মিত্রের৷ পরিবহণ দফতরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন। তাই জোরকদমে মাঠে নেমেছেন মদন মিত্র৷ নিশানাও করছেন শুভেন্দুকে৷ পানিহাটিতে এদিন শুভেন্দুকে বিশ্বাসঘাতক জগৎ শেঠ, উমিচাঁদদের সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেছেন, “শুভেন্দু কোনও বাঘ নয়, ওঁরা কাগুজে বাঘ। হেলিকপ্টারে নিয়ে মুর্শিদাবাদ, মালদহ গিয়েছেন। অপব্যবহার করেছেন ক্ষমতার৷ দলকে কিছুই ফেরত দেননি”। মদন মিত্র বলেছেন, “বুথে বুথে নতুন নতুন শুভেন্দু অধিকারী তৈরি করবো। না পারলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব”৷

মদন মিত্র এদিন শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, “শুভেন্দু দিন কয়েক ধরেই বারবার বলছেন, তিনি সামান্য কর্মীর মর্যাদাটুকু ছাড়া আর কিছু চান না বিজেপি থেকে। দরকারে পতাকা লাগাতে চান তিনি। এমন কথা বলার কারন, তিনি জেনে গিয়েছেন ওই দলে তিনি কিছুই পাবেন না৷ ছিবড়ে করে ফেলে দেবে।”

আরও পড়ুন-কৃষকদের নিয়ে মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের টুইটে

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...