Friday, November 7, 2025

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Date:

Share post:

বিজেপির (bjp) বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের (tmc) পাশে থাকার বার্তা দিল শিবসেনা (shiva sena)। কেন্দ্রের শাসক দলকে বিঁধে শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় (samna) লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করে পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ক্ষমতাচ্যুত করতে চাইছে। এই চরম অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির উচিত মমতার পাশে থাকা। এই প্রসঙ্গে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার (sharad pawar) যেভাবে মমতার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং বাংলায় যাওয়ার কথা ঘোষণা করেছেন, তাকে সাধুবাদ দিয়েছে শিবসেনা। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ডাক দিয়ে কংগ্রেসকে উপযুক্ত ভূমিকা পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (sanjay raut) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে, তা দু:খজনক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোভিড বিধি নস্যাৎ করে বড় মাপের সমাবেশ এবং রোড শো চলছে। অথচ করোনার প্রকোপ এড়াতে মহারাষ্ট্রের মতো রাজ্যে নাইট কারফিউ জারি করতে হচ্ছে। শাসকরা বিধি লঙ্ঘন করছে, আর তার মূল্য দিতে হচ্ছে জনগণকে।

এদিকে শিবসেনার বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ (dilip ghosh) বলেন, শিবসেনা প্রাদেশিক দল। তারা প্রাদেশিকতার কথা বলছে। আর মমতা তো পশ্চিমবঙ্গকে দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন। বিজেপি দেশের সব জায়গায় আছে। বিজেপির হাতেই দেশ এখন সব থেকে বেশি সংগঠিত এবং সুরক্ষিত। এঁরা আজকের বিজেপি সরকারের সামগ্রিক উন্নয়ন দেখে ভয় পাচ্ছেন। তাই বিচ্ছিন্নতার রাজনীতি শুরু করেছেন। এতে মমতার সঙ্গে যে শিবসেনার মিলবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন- পুজো দিয়ে গুরুজনের পা ছুঁয়ে ব্লক ভিত্তিক জনসভার সূচনা করলেন বিমল গুরুং

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...