Tuesday, January 13, 2026

বোলপুরে আজ প্রশাসনিক বৈঠক, কাল শাহের পাল্টা রোড-শো মমতার

Date:

Share post:

লক্ষ্য একুশের নির্বাচন। তাই শীতের আমেজেও রাজ্যজুড়ে রাজনীতির উত্তাপ। সভা-পাল্টা সভা, মিছিল-পাল্টা মিছিল, অভিযোগ-পাল্টা অভিযোগে জমে উঠেছে রাজনীতির ময়দান। শাসক কিংবা বিরোধী, কেউ কাউকে একবিন্দু জমি ছাড়তে নারাজ। সেই আবহতেই আজ, সোমবার বীরভূমের
(Birbhum) বোলপুরে (Bolpur) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আগামীকাল, মঙ্গলবার করবেন মেগা রোড-শো। অর্থাৎ, তাঁর ১০ বছরের শাসনকালে কাজের খতিয়ান যেমন সরকারিভাবে তুলে ধরবেন প্রশাসনিক বৈঠকে, ঠিক একইভাবে দলীয় কর্মসূচিতে বিজেপি (BJP) তথা বিরোধীদের জবাব দেবেন মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, সোমবার দুপুর ১টা নাগাদ বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে জেলা প্রশাসনের ওই বৈঠকে যোগ দেবেন মমতা। সেখানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের কর্তারা। দুয়ারে কর্মসূচি চলেছে। তার অগ্রগতির খোঁজ খবর নেবেন তিনি। এছাড়াও ভোটের মুখে জেলায় সরকারের একাধিক প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। তবে সকলের নজর থাকবে মঙ্গলবার বোলপুরে মমতার কর্মসূচির ওপরেই। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত হবে এই রোড-শো।

প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah) রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। সাংবাদিক সম্মেলন করে একাধিক তথ্য দিয়েছেন বাংলার “অনুন্নয়ন” নিয়ে। আজ, সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দেবেন প্রশাসনিকভাবে। অন্যদিকে, গত ২০ ডিসেম্বর বোলপুরে একটি মেগা রোড-শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একপ্রকার সেই রোড শো-কে চ্যালেঞ্জ করেই মঙ্গলবার পাল্টা রোড-শো করতে চলেছেন তৃণমূল নেত্রী।

বোলপুরে অমিত শাহ’র রোড শো-তে ব্যাপক জমায়েত হয়েছিল। মঙ্গলবার সেই ভিড়কে ছাপিয়ে যাওয়ায় তৃণমূলের। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী রোড শো নিয়ে জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কটাক্ষ করেছিলেন, বাইরে থেকে লোক এনে ভিড় বাড়ানো হয়েছ। ঝাড়খণ্ড, মুর্শিবাদ থেকে লোক আনা হয়েছে। জেলার লোক ছিল না! এবার জেলার লোককে নিয়েই আড়াই লাখ মানুষের রোড-শো করবে তৃণমূল, দাবি বীরভূম জেলা সভাপতির।

 

spot_img

Related articles

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...