Monday, August 25, 2025

দাঙ্গা হলে বুঝে নেব: সিএএ লাগুর দাবিতে মন্তব্য শান্তনুর

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) হাতিয়ার করে মতুয়াদের ঠাকুর পরিবারে বিভেদ ধরিয়ে বনগাঁ আসন জিতেছিল বিজেপি (Bjp)। এবার সেই সিএএ-কেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এবং ঠাকুরবাড়ির বিজেপি সংসদ ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর (Santanu Thakur)।

আইন পাশ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও কেন লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন? এই প্রশ্ন তুলেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন সেই দলের সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। কালনার শ্রীরামপুরে মতুয়া মহাসংঘের সম্মেলনের মঞ্চে শান্তনু বলেন, ২০১৯ সালে আইন হলেও তা কার্যকর করতে এত ভয় কীসের? “দাঙ্গার ভয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্র। কেউ দাঙ্গা (Riot) করলে সেটা আমরা বুঝে নেব”।

প্রথম নয়, এর আগে দ্রুত সিএএ লাগু করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বনগাঁর সাংসদ। কারণ, CAA লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন মতুয়ারাই। আর তা নিয়ে চাপে শান্তনু ঠাকুর। কারণ এই নাগরিকত্ব ইস্যুতেই তিনি পরিবারের বিভেদ টেনে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং সমর্থন আদায় করে সংসদ হয়েছেন। তাই তিনি বারবারই কেন্দ্রের কাছে আইনটি কার্যকর করার আবেদন জানাচ্ছেন তিনি। এমনকী এই ইস্যুতে বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargyiya) বনগাঁর ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনুকে প্রতিশ্রুতি দেন বলে সূত্রের খবর। কিন্তু তারপরেই রাজ্যে এসে অমিত শাহও (Amit Shah) জানিয়ে দেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে, ভ্যাকসিন আসার পরই সিএএ কার্যকর করা হবে।

এরপরেই বেঁকে বসেন শান্তনু। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলেও মত নানা মহলের। এই পরিস্থিতিতে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনালেন সেই দলের সাংসদ। এখন তাঁর বক্তব্য, সিটিজেনশিপ কার্ড না পাওয়া পর্যন্ত লড়াই করবেন।

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...