Saturday, November 8, 2025

দাঙ্গা হলে বুঝে নেব: সিএএ লাগুর দাবিতে মন্তব্য শান্তনুর

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) হাতিয়ার করে মতুয়াদের ঠাকুর পরিবারে বিভেদ ধরিয়ে বনগাঁ আসন জিতেছিল বিজেপি (Bjp)। এবার সেই সিএএ-কেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এবং ঠাকুরবাড়ির বিজেপি সংসদ ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর (Santanu Thakur)।

আইন পাশ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও কেন লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন? এই প্রশ্ন তুলেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন সেই দলের সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। কালনার শ্রীরামপুরে মতুয়া মহাসংঘের সম্মেলনের মঞ্চে শান্তনু বলেন, ২০১৯ সালে আইন হলেও তা কার্যকর করতে এত ভয় কীসের? “দাঙ্গার ভয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্র। কেউ দাঙ্গা (Riot) করলে সেটা আমরা বুঝে নেব”।

প্রথম নয়, এর আগে দ্রুত সিএএ লাগু করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বনগাঁর সাংসদ। কারণ, CAA লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন মতুয়ারাই। আর তা নিয়ে চাপে শান্তনু ঠাকুর। কারণ এই নাগরিকত্ব ইস্যুতেই তিনি পরিবারের বিভেদ টেনে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং সমর্থন আদায় করে সংসদ হয়েছেন। তাই তিনি বারবারই কেন্দ্রের কাছে আইনটি কার্যকর করার আবেদন জানাচ্ছেন তিনি। এমনকী এই ইস্যুতে বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargyiya) বনগাঁর ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনুকে প্রতিশ্রুতি দেন বলে সূত্রের খবর। কিন্তু তারপরেই রাজ্যে এসে অমিত শাহও (Amit Shah) জানিয়ে দেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে, ভ্যাকসিন আসার পরই সিএএ কার্যকর করা হবে।

এরপরেই বেঁকে বসেন শান্তনু। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলেও মত নানা মহলের। এই পরিস্থিতিতে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনালেন সেই দলের সাংসদ। এখন তাঁর বক্তব্য, সিটিজেনশিপ কার্ড না পাওয়া পর্যন্ত লড়াই করবেন।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...