বছর শেষে প্রথম তুষারপাত সিমলায়! দেখুন ছবি

হিমাচল (Himachal Pradesh) ভ্রমণ মানেই প্রথমেই মাথায় তিনটে নাম উঠে আসে, তা হল সিমলা, কুলু, মানালি (Shimla, Kulu, Manali)। এই ডিসেম্বরে বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে পর্যটকদের অত্যন্ত এই প্রিয় শৈলশহর সিমলা। ৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিমলায়।

আবহাওয়া দফতরের অনুসারে খবর, রবিবার রাত থেকে শুরু হয়েছে তুষারপাত (Snowfall)। কেইলং, কল্পা, মানালি সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে।

সব থেকে কম তাপমাত্রা (মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে লাউল-স্ফীতির কেইলং-এ৷ মান্ডি, ভুন্তর, সুন্দরনগর, সোলানের তাপমাত্রা ছিল যথাক্রমে -২, -১.৬, -১.২, এবং -০.৫ ডিগ্রি৷

আরও পড়ুন : শীতের দাপট চলছেই, ফের নামল পারদ, আজ কলকাতা ১১

অন্যদিকে ডালহৌসি এবং কুফরির তাপমাত্রাও নেমেছিল ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে৷ যা এই মরসুমের রেকর্ড৷ কাংগ্রার তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷

উল্লেখ্য, হিমাচল প্রদেশের কয়েকটি স্থানে গত ২৪ ঘন্টায় ভারী থেকে মাঝারতি মাপের বৃষ্টিপাত হয়েছে বলে খবর। সোমবারও বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে৷

উল্লেখ্য, চলতি বছরে ঠাণ্ডা বেশি পড়বে বলে আগেই জানিয়েছিল পরিবেশবিদরা। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস এবারে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleঅরুণ জেটলির মূর্তি উন্মোচন, ফিরোজ শাহতে একমঞ্চে অমিত শাহ-সৌরভ
Next articleশতাব্দীর অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো