গুঞ্জন তো আগে থেকেই ছিল। ইনস্টাগ্রামের (Instagram) কমেন্ট সন্দেহটা বাড়াল বেশি। সঙ্গে আবার হার্ট ইমোজি। পুরো ব্যাপারটাই জমে ক্ষীর।

অমিতাভ-নাতনি নভ্যা নভেলি (Navya Naveli, Amitabh Bachchan) ও জাভেদ জাফরির (Javed Zaffri) ছেলে মিজান জাফরির (Meezan Zaffri) কথা বলা হচ্ছে। বিখ্যাত দুই স্টার-কিডের গভীর বন্ধুত্ব নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন। একটি সাক্ষাৎকারে মিজানকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” নভ্যা তাঁর শুধুমাত্র ভালো বন্ধু। তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই। ”


কিন্তু নভ্যার ইনস্টাগ্রামের কমেন্টবক্স তো অন্য কথা বলছে। সম্প্রতি নভ্যার একটি ছবিতে মিজানের কমেন্ট দেখে ফের কথা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, নভ্যা একটি টালির ছাদের উপরে বসে রয়েছেন। পরনে তাঁর সাদা মিনি ড্রেস। পাশে ফেরানো মুখ চুল দিয়ে আবৃত। নীচে ক্যাপশনে লেখা, ‘ফিডলার অন দ্য রুফ’ অর্থাৎ ‘ছাদের উপর চোর’। কমেন্টে মিজান লিখেছেন, ‘তুমি কি তোমার মুখটা দেখাতে পারবে?’ পাশে একটি হার্ট ইমোজি ও চোখে লাভ সাইন দেওয়া ইমোটিকন।


শুধু এই ছবিই নয়। এর আগেও, নভ্যা আর তাঁর দিদা জয়া বচ্চনের (Jaya Bachchan) একটি ছবির কমেন্টে ৩টে হার্ট ইমোজি দেন মিজান।
