Friday, November 7, 2025

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না,” বাসুদেব বাউলের গানে মাতল তৃণমূল নেত্রীর সভা

Date:

Share post:

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো…..” বাসুদেব দাস বাউল যখন মঞ্চে দাঁড়িয়ে সুর তুলেছেন তখন মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়েছে লক্ষ লক্ষ কর্মী-সমর্থক। তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা যে কোনভাবেই ভাটা পড়েনি রাঙামাটিতে তার প্রমাণ মিলল । আর তার সঙ্গে জুড়ে গেল বাউল শিল্পীর নাম। কেননা গত ২০ তারিখ তাঁর বাড়ির মাটির দাওয়ায় বসে পাত পেড়ে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় পা মিলিয়েছেন সেই বাউল শিল্পী বাসুদেব দাস বাউল।
যিনি কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দৌলতে লাইমলাইটে এসেছিলেন। অথচ আজ তাকে তৃণমূল নেত্রীর মঞ্চে দেখা গেল। যদিও এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাসুদেব বাউল খোলাখুলি ।
তিনি বলেছেন, আমরা বাউল, সবাইকে নিয়ে থাকতে চাই।
বোলপুরের রতন পল্লীতে ২০ তারিখ দুপুরে তাঁর বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাত, মুগ ডাল, বেগুনভাজা, আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজ সারেন । বাসুদেবের গলায় গানও শোনেন, তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না। কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বাসুদেব বলেন, তিনি ২৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে গান গাইতে চান। সঙ্গে জানান আক্ষেপ, আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট চাল আনি, টাকা পয়সা খরচা করে বাজার করেছিলাম, খাওয়া দাওয়া করে পাশের দরজা দিয়ে চলে গেলেন, কথা হল না।
যদিও আজ তৃণমূল নেত্রীর রোড শোয়ে দেখা গিয়েছে বাসুদেব দাস বাউলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গান শেষে উত্তরীয় পরিয়ে দেন। আর তাতেই আনন্দে আপ্লুত বাউলের চোখ চিকচিক করে ওঠে । তাঁর কথায়, দিদি বাউলদের জন্য অনেক কিছু করেছেন, করছেন। তাই দিদির জন্যও গাইলাম এই গান, “হৃদমাঝারে রাখব, দিদিকে ছেড়ে দেব না….”।

spot_img

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...