Monday, November 10, 2025

বিজেপি যোগের জল্পনার মাঝেই এবার সৌরভের জমি ফেরত নিচ্ছে রাজ্য

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকা ক্রিকেটার ও বাংলার আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। পরপর দুদিন রাজ্যপাল জগদীপ ধনকর(Jagdeep Dhankar) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে। এই সমস্ত কিছুর মাঝেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া নিউটাউনের(New Town) জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। নিউটাউনে স্কুল করার জন্য সৌরভকে যে একর জমি দিয়েছিল রাজ্য সেটি সৌরভের থেকে ফিরিয়ে নিতে হিডকোকে বলা হয়েছে।

জানা গিয়েছে, নিউটাউনে ২ একর জমি ফিরিয়ে দিতে চেয়ে হিডকোর কাছে গত আগস্ট মাসে আবেদন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তার সেই প্রস্তাবে কোন উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। গত পাঁচ মাস ধরে রাজ্যে একাধিক দপ্তর ঘুরে নবান্নের শীর্ষস্থানে পৌঁছেও দীর্ঘদিন তা আটকে থাকে। এরপর সম্প্রতি সৌরভের বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে যখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে ঠিক সেইসময় সৌরভের জমি ফেরতের আবেদন অনুমোদন করল সরকার। সরকারি সূত্রে খবর, ২০১৩-র মে’তে সৌরভকে নিউটাউনের অ্যাকশন এরিয়া-ওয়ান অঞ্চলে একটি উচ্চমাধ্যমিক স্কুল গড়ার জন্য ২ একর জমি দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। জমির দাম ১১ কোটি টাকা হলেও সরকার অর্ধেক দামে সৌরভকে জমিটি দিতে রাজি হয়।

আরও পড়ুন:বড় চমক! বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন

কিন্তু পরে সৌরভ নিজেই হিডকোর কাছে জমি ফেরত দেওয়ার জন্য আবেদন জানায়। হিডকো তার সেই প্রস্তাব পাঠায় নগর উন্নয়ন দফতরে। সেখান থেকে জমির মূল্যমান, কত টাকা ফেরত দেওয়া হবে ইত্যাদি ঠিক করার জন্য প্রস্তাবটি যায় অর্থ দফতরে। অর্থ দফতর ‘আর্থিক’ বিষয়গুলি দেখে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নেওয়ার আগে নবান্নের শীর্ষস্তরে প্রস্তাবটি পাঠায়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর হিডকো জমির দাম ইত্যাদি ঠিক করছে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...