বছরের প্রথম দিনেই জাঁকিয়ে শীত মহানগরে, শৈত্যপ্রবাহ ৬ জেলায়

শীত (winter season)এবার মহানগরবাসীর(Kolkata) মন ভরিয়ে দিচ্ছে। বিগত বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়াার পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের(Alipore weather office)। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রাজ্যের ৬টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে।

শুধু মহানগর নয় গোটা রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল হিমেল হাওয়া এসে আরো একবার কাঁপাবে রাজ্যকে । বিশেষ করে আজ ও কাল কনকনে ঠান্ডা থাকবে। শীতের আমেজ গায়ে মেখে জ্যাকেট সোয়েটারে শরীর মুড়ে বাঙালরি বর্ষবরণ(New year celebration) ভালোই কাটবে।

রাজধানী দিল্লিতেও (delhi)বেশ ভালোই ঠান্ডা পড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস । রাতে যা নেমে যাচ্ছে৮ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত । উত্তর-পশ্চিম ভারতের হিমালয়(Himalayan region) সংলগ্ন রাজ্যগুলিতে প্রবল তুষারপাত হচ্ছে।

 

Previous articleরাজধানীতে নাইট কার্ফু, বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
Next articleবিজেপি যোগের জল্পনার মাঝেই এবার সৌরভের জমি ফেরত নিচ্ছে রাজ্য