Thursday, January 15, 2026

বিশ্ব ঘুরে ‘রহস্যময় বস্তু’ মনোলিথ কি এবার ভারতে! আহমেদাবাদে চাঞ্চল্য

Date:

Share post:

সম্প্রতি বিশ্বের একাধিক জায়গায় হঠাৎ করেই উদ্ভব হতে দেখা গিয়েছিল রহস্যময় এক ধাতব স্তম্ভের। মনোলিথ(Monolith) নামের এই বস্তুর উত্থানের পিছনে গ্রহণযোগ্য কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউই। রহস্যময় এই বস্তুকে ঘিরে ডালপালা মেলছিল নানান গল্প কথা। কেউ কেউ দাবি করে বসেন, এটি এলিয়েনদের(Alien) সৃষ্টি। নভেম্বর মাস থেকে ঘটে চলা এই রহস্যজনক কর্মকাণ্ডের শেষতম সংযোজন গুজরাতের(Gujarat) আহমেদাবাদ(Ahmedabad)। সম্প্রতি সেখানে একটি বাগানের মধ্যে এই ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায়। ভারতের মাটিতে চকচকে স্টিলের তৈরি এই স্তম্ভ দেখা গেল এই প্রথমবার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়ায়। বহু মানুষ সেটি দেখতে ভিড় জমান বাগানে।

পরে অবশ্য রহস্যজনক এ স্তম্ভের আসল সত্যটা প্রকাশ পায়। জানা যায় একটি বেসরকারি সংস্থা বাগানের মধ্যে এই ধাতব বস্তুটি স্থাপন করেছে।প্রাথমিকভাবে বস্তুটির সাত ফুট লম্বা ও চকচকে স্টিলের তৈরি। এ ঘটনার আসল কারণ ব্যাখ্যা করে গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পার্কটি পরিচালিত হয়‌। কিছুদিন আগে পার্কের উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই স্তম্ভটি একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। যারা এখানে আসবেন তাদের বিনোদনের জন্য। ধাতব স্তম্ভের গায়ে পথচারী ও ভ্রমণকারীরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাবেন।

আরও পড়ুন:‘দেহ বেচে বিদ্যুতের বিল মেটান’, মোদিকে চিঠি লিখে আত্মহত্যা কৃষকের

প্রসঙ্গত, মনোলিথ নামের ত্রিকোণাকার রহস্যজনক এই ধাতব স্তম্ভটি প্রথমবার দেখা গিয়েছিল আমেরিকার উটাহ শহরে। প্রাথমিকভাবে সেটি দেখতে পাওয়া গেল পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর একে একে পৃথিবীর ৩০টি দেশে সন্ধান পাওয়া যায় এই ধাতব স্তম্ভের।

Advt

spot_img

Related articles

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...