নতুন বছর শুরু হতেই কনকনে ঠান্ডা (Winter) উধাও। গতকালের থেকে কলকাতায় (Kolkata) আজ আরও ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। রাতে শীতের আমেজ থাকবে। দিনের বেলা বাড়বে অস্বস্তি। আগেই জানানো হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। তার জেরেই বাড়ছে তাপমাত্রা। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ ও আগামিকাল তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে।

বাঁকুড়া, আসানসোল, শ্রীনিকেতনের মতো পশ্চিমাঞ্চলের তল্লাটেও পারদ ১০ ডিগ্রির উপরে। শৈত্যপ্রবাহের বালাই নেই। আবহবিদদের বক্তব্য, হিমেল হাওয়া মূলত উত্তর-পশ্চিম ভারতেই সীমাবদ্ধ। তার একটা বড় অংশ আরব সাগরের দিকে চলে যাচ্ছে। ফলে পূর্বের রাজ্যগুলিতে ঠান্ডার দাপট তুলনায় কম।

আরও পড়ুন-শাসকদল ছাড়ায় কমছে জনপ্রিয়তা? চ্যালেঞ্জের মুখে শুভেন্দু-অনুগামীরা