Thursday, December 4, 2025

পৃথক রাজ্যের দাবিতে মোদিকে চিঠি তামাংয়ের, কার উপর চাপ বৃদ্ধি করছেন তিনি? জল্পনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Modi) হঠাৎ চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় তামাং( Binoy Tamang)৷

চিঠিতে তামাং পৃথক ‘গোর্খাল্যাণ্ড’ রাজ্যের দাবি করেছেন৷ ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)৷ এ রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে বিনয় তামাংয়ের এতখানি ‘সিরিয়াস’ দাবি নিয়ে রাজ্য তথা পাহাড়ের রাজনীতি অন্যখাতে বইতে পারে বলে ধারনা রাজনৈতিক মহলের। পাশাপাশি এ প্রশ্নও উঠছে বিমল গুরুংকে তৃণমূল মদত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিনয় তামাং কি এবার বিজেপিমুখী ?

সূত্রের খবর, চিঠিতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে তামাং লিখেছেন,
“পাহাড়বাসীর একাংশের পৃথক গোর্খাল্যান্ডের দাবি অনেকদিনের। এই দাবিতে পাহাড়বাসী অনেকদিন ধরেই সরব।” অত্যন্ত গুরুত্ব দিয়েই তামাং প্রধানমন্ত্রীকে লিখেছেন, “পূর্ব হিমালয়ের অঞ্চলের অংশ দার্জিলিং। একমাত্র এই এলাকাই উত্তর-পূর্ব ভারত থেকে আলাদা। ভৌগলিক ও আবহাওয়ার দিক দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বহু মিল রয়েছে। তা সত্ত্বেও ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে নেই দার্জিলিং, কালিম্পং, তরাই ও ডুয়ার্স। নর্থ-ইস্ট কাউন্সিলের আইন অনুসারে সংশ্লিষ্ট এলাকাকে ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওনের অধীনে আনা হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।” বিনয় লিখেছেন, “অর্থনৈতিক ভাবে দার্জিলিং পিছিয়ে রয়েছে। পরিকাঠামো উন্নয়নেও ঘাটতি রয়েছে। তাই ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওন এর সঙ্গে যুক্ত করে দার্জিলিংয়ের উন্নয়নের দাবি করছি। এতে গোর্খাদের অনেক সুযোগ-সুবিধা মিলবে।”

বিনয় তামাং এখন একথা বললেও গত ৩ বছর ধরে এই ইস্যুতে কোনও কথাই তিনি বলেননি৷ এ সব বলা শুরু করেছেন গুরুং পাহাড়ে ফিরতেই৷ ফের নতুন করে পাহাড়বাসীর আবেগ উস্কে সরাসরি প্রধানমন্ত্রীকেই পৃথক রাজ্যের দাবি জানিয়ে দিলেন বিনয় তামাং৷
গুরুং ফিরতেই পাহাড় রাজনীতিতে নতুন মোড় এসেছে। তামাং কিছুটা কোনঠাসা৷ ভোটের মুখে প্রধানমন্ত্রীর কাছে পৃথক রাজ্যের দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ বিনয় তামাং ঠিক কোনও ইঙ্গিত দিচ্ছেন, সেটাই এখন দেখার৷

spot_img

Related articles

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে শুভেন্দুর মিথ্যাচার ফাঁস ব্রাত্যর 

নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কোনও অতিরিক্ত ফি দিতে হচ্ছে না, শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি পোস্ট করে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৬০ ₹ ১২৮৬০০ ₹ খুচরো পাকা...