হুগলির ( hooghly ) পোলবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল কোভিড (Covid) ভ্যাকসিনের (Vaccine)ড্রাইরান। শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে পঁচিশ জনকে ভ্যাকসিনের ট্রায়াল (Trial) দেওয়া হল।

ট্রায়াল শুরুর আগে স্বাস্থ্য আধিকারিক কর্মী এবং উপভোক্তাদের বিষয়টি নিয়ে বোঝানো হয়। আগামী দিনে কীভাবে এই টিকা প্রদান এবং সরকারি নথিভুক্তিকরণ কীভাবে হবে তা সম্বন্ধেও জানানো হয় এদিন। প্রথম পর্যায়ে ড্রাইরান হয় শুক্রবার এই টিকা নেওয়ার পর পরবর্তী পর্যায়ে দ্বিতীয় দফার টিকাকরণ হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:গণতন্ত্রে নয়, বাহুবলে ধ্বংসের রাজনীতির আমদানি চলছে, বিজেপিকে নিশানা পার্থর
