Sunday, August 24, 2025

ক্যাপিটাল হিলে হিংসায় ভারতের পতাকা, বরুণের অভিযোগে কাঠগড়ায় শশী

Date:

Share post:

মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে(Capital hill) ট্রাম্প সমর্থকদের(Trump supporter) হামলার ঘটনা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওইখানে ভারতীয় পতাকা হাতে এক ব্যক্তিকে দেখা গিয়েছে। আর এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের বিদেশমন্ত্রক। কে ওই ব্যক্তি? তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখনই কংগ্রেস সাংসদ শশী থারুরের(Shashi Tharoor) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা বরুণ গান্ধী(Varun Gandhi)। তার অভিযোগ ওই ব্যক্তি কংগ্রেস সাংসদ শশী থারুরের বন্ধু এবং ক্যাপিটল হিলের হিংসায় কংগ্রেসের হাত থাকতে পারে বলেও সন্দেহ তাঁর। স্বাভাবিকভাবেই এহেন অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি।

ক্যাপিটল হিলে হিংসার পর ওই ভিডিও ভাইরাল হতেই শুক্রবার একটি টুইট করেছেন বিজেপি নেতা বরুণ গান্ধী। তিনি লেখেন, জাতীয় পতাকা হাতে ক্যাপিটল হিলে অংশগ্রহণকারী ওই ব্যক্তির নাম ভিন্সেন্ট জেভিয়ার। সে ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থক। পূর্বে ভারতের একাধিক কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছে বলেও অভিযোগ তোলা হয়। এমনকি কংগ্রেস সাংসদ শশী থারুরের জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন ওই ব্যক্তি। জেভিয়ারের একটি ছবি শেয়ার করে বরুণ গান্ধীর প্রশ্ন করেছেন, ওয়াশিংটন ডিসিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে কংগ্রেস দল কি নীরবে তা সমর্থন করছে?

আরও পড়ুন:ভারতেই রাফাল যুদ্ধবিমান তৈরি করতে চায় ফ্রান্স!

তবে বরুণ গান্ধীর এহেন অভিযোগের পাল্টা দিতে ছাড়েননি শশী থারুর। ভারতীয় পতাকা হাতে ওই ব্যক্তির ছবি বরণ গান্ধী টুইট করার পর পাল্টা আরেকটি টুইটে শশী থারুর লেখেন, ‘ট্রাম্পপন্থী জনতার মত একই মানসিকতা কিছু ভারতীয় ব্যক্তির মধ্যেও দেখা যায়।’

এদিকে জাতীয় পতাকা নিয়ে এই বিতর্কে মাঝেই একটি টুইট করেছেন ভিন্সেন্ট জেভিয়ার। যেখানে তিনি লেখেন, শুধু ভারত নয় কোরিয়া ভিয়েতনাম এমনকি ইরানের পতাকাও ছিল ওই স্থলে। বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিরা নিজেদের ‘মার্কিন দেশ প্রেমিক’ হিসেবে পরিচয় দিতেই নিজ নিজ দেশের পতাকা ওখানে নিয়ে গিয়েছিল। সকলেই বিশ্বাস করেন আমেরিকার ভোটে বিপুল জালিয়াতি হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পকে(Donald Trump) সমর্থন জানিয়ে শান্তিপূর্ন প্রতিবাদ করতেই ক্যাপিটল হিলে জড়ো হয়েছিল মানুষ।

Advt

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...