Sunday, November 9, 2025

জিতেন্দ্র ফিরে পেলেন না পদ, নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ

Date:

Share post:

জল্পনার অবসান। আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায় (Amarnath Chottopadhyay)। অবশেষে খালি হাতে থাকলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। হারানো পদ ফিরে পেলেন না।

শনিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। জানা গিয়েছে, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরসভার ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদও ত্যাগ করেন। এরপর দলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিওয়ারি। ফের দু’দিন পরেই আবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরে আসেন তিনি। তবে তাঁকে তাঁর পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।

নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হওয়ার পর অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-বেনজির! কলকাতা প্রেস ক্লাব কেলেঙ্কারি, শ্লীলতাহানির অভিযোগে এল পুলিশ!

Advt

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...