Thursday, November 13, 2025

সুন্দরবনে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। রাজ্যের ৪২ লোকসভা আসনের প্রতিটি বিধানসভাকে গুরুত্ব দিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতৃত্বকে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন নাড্ডা(JP Nadda)। জোর কদমে শুরু হয়েছে প্রচার পর্ব। সেই লক্ষ্যেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তীতে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই(Nityananda rai)।

শনিবার বাসন্তী(Basanti) ব্লকের পালবাড়ি এলাকায় একটি চা চক্রের সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সেখান থেকে বাসন্তী বাজার এলাকায় এসে একটি সাংবাদিক সম্মেলন(press meet) করে বলেন, রাজ্য জুড়ে হিংসার বার্তাবরণ আছে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। বিজেপির(bjp) কর্মীরা খুন হচ্ছে। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনের মানুষের কল্যাণে সার্বিক উন্নয়ন হবে। কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প থেকে এখানকার মানুষজন বঞ্চিত হচ্ছেন তারা আর বঞ্চিত হবেন না। সুন্দরবনবাসীর সামাজিক অথনৈতিক উন্নয়ন ঘটবে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি অনুপ্রবেশ নিয়ে বলেন, এ রাজ্যে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার অনুপ্রবেশ রোখার জন্য সফলতা হাসিল করছে এবং আগামী দিনে আরও সফলতা হাসিল করবে। ২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচন করার জন্য প্রতিবন্ধকর। নির্বাচন কমিশন সুস্থ শান্তি পূর্ণ নির্বাচন এবং ভোটারা যাতে তাদের নিজেদের ভোট নিজেরাই দিতে পারবে তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন:বর্ণবৈষম‍্যের অভিযোগ সিডনি টেস্টে, বুমরা, সিরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্য

এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সেখান থেকে বাসন্তীর প্রত্যন্ত জয়গোপালপুর গ্রামের কৃষক ধ্রুব ঘোষের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন। বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাসন্তীর নফরগঞ্জ এলাকায় গিয়ে সুন্দরবনের মৎস্যজীবী ও তাদের পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মৎস্যজীবীদের সমস্ত ধরনের অভিযোগ মন দিয়ে শোনেন। এদিন তার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার বিজেপির সভাপতি সুনীপ দাস, প্রাক্তন সাধারণ সম্পাদক বাপী রায়, অসীত মন্ডল প্রমূখ।

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...