বর্ণবৈষম‍্যের অভিযোগ সিডনি টেস্টে, বুমরা, সিরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্য

বর্ণবৈষম‍্যের অভিযোগ উঠল সিডনির তৃতীয় টেস্ট( sydney 3rd test) ম‍্যাচে। যশপ্রীত বুমরাহ( jasprit bumrah) , মহম্মদ সিরাজের( mohammad siraj) উদ্দেশ্যে দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে, এমনই অভিযোগ জানাল ভারত ( india)। গোটা বিষয়টি বিবেচনা করছে আইসিসি ( icc)।

তৃতীয় টেস্টে তৃতীয় দিনে সিরাজ যখন ফিল্ডিং করছিলেন, তখন গ‍্যালারি থেকে কোন দর্শক তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। এর পরই অজিঙ্কে রাহানেসহ দলের সিনিয়র ক্রিকেটাররা দুই অ‍্যাম্পায়রের সঙ্গে কথা বলেন।

ভারতীয় দলের নিরাপত্তা আধিকারিক, মাঠের
নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। সেখানে হাজির ছিল আইসিসি-র নিরাপত্তা আধিকারিকরাও। এর পরই ভারতের পক্ষ থেকে সরকারি ভাবে অভিযোগ জানানো হয়। ভারতের অভিযোগ সত‍্যি প্রমানিত হলে নিষেধাজ্ঞা জারি হতে পারে, বাকি টেস্ট ম‍্যাচে দর্শকদের প্রবেশে।

আরও পড়ুন:আইলিগে জয় দিয়ে অভিযান শুরু মহামেডানের

Advt

Previous articleআইলিগে জয় দিয়ে অভিযান শুরু মহামেডানের
Next articleসুন্দরবনে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ