Monday, November 10, 2025

ঐতিহাসিক পদক্ষেপ, বিপর্যয় সামলাতে দেশ পেল প্রথম মহিলা NDRF টিম

Date:

Share post:

কর্ম দক্ষতার দিক থেকে শুধু পুরুষ নন মহিলারাও কৃতিত্বের দাবিদার। অতীতের পুরনো মিথ ভেঙে ক্রমশ সামনের সারিতে উঠে আসছেন দেশের মহিলারা। দেশের প্রায় সমস্ত ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বহু মহিলা আধিকারিক। সেই ধারা অব্যাহত রেখে এবার ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলে পুরুষদের পাশাপাশি জায়গা করে নিলেন মহিলারাও। বিপর্যয় মোকাবিলা দল বা NDRF এই প্রথমবার পেল কোনও মহিলা টিম।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত কয়েক মাসে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি মহিলা বিপর্যয় মোকাবিলা দলে যোগদান করেছেন। যোগদান পর্ব এখনও চলছে। শীঘ্রই সংখ্যাটা ২০০ পৌঁছে যাবে। NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, প্রশিক্ষণ পর্ব শেষ করার পর ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে একটি দল। উত্তরপ্রদেশে গঙ্গায় উদ্ধার কাজের জন্য নিযুক্ত করা হয়েছে এই দলটিকে। নদীতে কোনওরকম দুর্ঘটনায় উদ্ধারকাজ সামাল দেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ নৌকোয় গঙ্গায় টহল দেবেন তারা। প্রসঙ্গত, এতদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে শুধুমাত্র পুরুষদেরই নিয়োগ করা হতো। তবে সাম্প্রতিক সময়ে মহিলা(Woman) ও শিশুদের উদ্ধারের ক্ষেত্রে মহিলাদের প্রয়োজনীয়তা অনুভব করেছে শীর্ষ আধিকারিকরা। সেই ভাবনা থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত(Historic decision) বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরালে বাতিল হতে পারে নার্সিংহোমের লাইসেন্স: মমতা

উল্লেখ্য বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে মহিলাদের কনস্টেবল ও অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। শীঘ্রই পুরুষদের সঙ্গে সব বিভাগেই এবার দেখা যাবে তাদের। এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের সব মিলিয়ে মোট ১২ ব্যাটেলিয়ান এনডিআরএফ মোতায়েন রয়েছে।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...