Wednesday, January 14, 2026

ঐতিহাসিক পদক্ষেপ, বিপর্যয় সামলাতে দেশ পেল প্রথম মহিলা NDRF টিম

Date:

Share post:

কর্ম দক্ষতার দিক থেকে শুধু পুরুষ নন মহিলারাও কৃতিত্বের দাবিদার। অতীতের পুরনো মিথ ভেঙে ক্রমশ সামনের সারিতে উঠে আসছেন দেশের মহিলারা। দেশের প্রায় সমস্ত ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বহু মহিলা আধিকারিক। সেই ধারা অব্যাহত রেখে এবার ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলে পুরুষদের পাশাপাশি জায়গা করে নিলেন মহিলারাও। বিপর্যয় মোকাবিলা দল বা NDRF এই প্রথমবার পেল কোনও মহিলা টিম।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত কয়েক মাসে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি মহিলা বিপর্যয় মোকাবিলা দলে যোগদান করেছেন। যোগদান পর্ব এখনও চলছে। শীঘ্রই সংখ্যাটা ২০০ পৌঁছে যাবে। NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, প্রশিক্ষণ পর্ব শেষ করার পর ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে একটি দল। উত্তরপ্রদেশে গঙ্গায় উদ্ধার কাজের জন্য নিযুক্ত করা হয়েছে এই দলটিকে। নদীতে কোনওরকম দুর্ঘটনায় উদ্ধারকাজ সামাল দেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ নৌকোয় গঙ্গায় টহল দেবেন তারা। প্রসঙ্গত, এতদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে শুধুমাত্র পুরুষদেরই নিয়োগ করা হতো। তবে সাম্প্রতিক সময়ে মহিলা(Woman) ও শিশুদের উদ্ধারের ক্ষেত্রে মহিলাদের প্রয়োজনীয়তা অনুভব করেছে শীর্ষ আধিকারিকরা। সেই ভাবনা থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত(Historic decision) বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরালে বাতিল হতে পারে নার্সিংহোমের লাইসেন্স: মমতা

উল্লেখ্য বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে মহিলাদের কনস্টেবল ও অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। শীঘ্রই পুরুষদের সঙ্গে সব বিভাগেই এবার দেখা যাবে তাদের। এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের সব মিলিয়ে মোট ১২ ব্যাটেলিয়ান এনডিআরএফ মোতায়েন রয়েছে।

Advt

spot_img

Related articles

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...