Tuesday, November 4, 2025

তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত, গঠন করা হলো কমিটি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের(Farm law) স্থগিতাদেশের আভাস আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। অবশেষে মঙ্গলবার বিতর্কিত তিনটি আইন লাগু করার ওপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনটি বিল লাগু করা যাবে না। পাশাপাশি এই আইন বিষয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে আদালতের তরফে। কমিটিতে সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে অশোক গুলাটি, ডক্টর প্রমোদ কুমার যোশি, ও অনিল ধনবনের।

উল্লেখ্য, শুরু থেকেই এই কমিটির বিরোধিতা করেছিল কৃষক সংগঠনগুলির(Farmer organisation)। তবে এদিন আদালতে তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কৃষকরা যদি সরকারের আগে যেতে পারে তবে কমিটির সামনে কেন নয়? তারা যদি সমস্যার সমাধান চান তবে আমরা শুনতে চাই না যে কৃষকরা কমিটির সামনে উপস্থিত হবে না।’ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন রায়ে জানান, ‘দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।’

এদিন শীর্ষ আদালতের আরও জানানো হয়েছে কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য জারি থাক এমনটা আদালতের অভিপ্রায় নয়। এবং এই কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:ফের একবার করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল, তাইল‍্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন তিনি

প্রসঙ্গত, গত সোমবার কৃষি আইন এর বিরুদ্ধে আদালতের করে কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় কৃষক বিদ্রোহ মেটাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং তা স্পষ্ট ভাবে ধরা পড়ছে। একরকম একতরফাভাবেই এই আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...