Thursday, December 25, 2025

করোনা ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি! পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

আর কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে দেশজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ (covid vaccination)। দেশজুড়ে ভ্যাকসিনের বণ্টন শুরু হয়ে গিয়েছে৷ আর এবার এই ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়ে গেল। বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সিং সোম (sangeet singh som)৷ উত্তরপ্রদেশের সরধনা কেন্দ্রের বিধায়ক সঙ্গীত সোম বলেন, যেসব মুসলিমদের ভারতের তৈরি ভ্যাকসিনে আস্থা নেই, তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ তাঁর কথায়, যেসব মুসলমান নরেন্দ্র মোদিকে বিশ্বাস করেন না, দেশের বিজ্ঞানীদের বিশ্বাস করেন না, তাঁদের ভারতে থাকার কোনও অধিকারই নেই৷ তাঁরা এক্ষুনি পাকিস্তানে চলে যান। ওখানে গিয়ে বরং ভ্যাকসিন নিন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে পরিকল্পিতভাবে একটি গুজব ছড়ানো হচ্ছে৷ বলা হচ্ছে, করোনা ভ্যাকসিনে রয়েছে শুয়োরের জিলেটিন৷ এই গুজবের ফলে করোনা ভ্যাকসিন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একাংশে উদ্বেগ দেখা দিয়েছে৷ এই গুজবের মাঝেই এহেন বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা বাড়ালেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রথম ধাপে দেশের ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারের টিকাকরণের খরচ বহন করবে সরকার৷ আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনা টিকাকরণ শুরু হবে। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) দুটি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে৷ একটি হল অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেক- আইসিএমআরের কোভ্যাক্সিন৷ এর আগে দেশের নটি মুসলিম সংগঠন জানায়, তারা চিনের তৈরি ভ্যাকসিন নেবে না৷ কারণ এই ভ্যাকসিনে রয়েছে শুয়োরের চর্বি৷ এখন ভারতের তৈরি ভ্যাকসিনেও শুয়োরের চর্বি মেশানো রয়েছে বলে গুজব ছড়িয়েছে৷ যদিও এই গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:স্বামীজির মাথার ওপর শ্যামাপ্রসাদ-দীনদয়াল, উঠছে সমালোচনার ঝড়

Advt

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...