Monday, August 25, 2025

বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

Date:

Share post:

দীর্ঘ এক বছর করোনা(corona) রাক্ষসের সঙ্গে অসম লড়াইয়ের পর অবশেষে বহুপ্রতীক্ষিত সেইদিন। যুদ্ধ জয়ের অঙ্গীকার নিয়ে আজ ময়দানে নেমেছে ভারতবাসী(India)। শনিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযান শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে গর্বিত ও একই সঙ্গে আবেগপ্রবণ হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দ্রুত ভ্যাকসিন প্রস্তুতের জন্য বিজ্ঞানীদের প্রশংসা করার পাশাপাশি, শ্রদ্ধা জানালেন সেই সমস্ত মানুষকে যাদের প্রাণহানি হয়েছে এই মারণ ভাইরাসের সংক্রমণে।

এদিন দেশবাসীর উদ্দেশ্যে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু করার পাশাপাশি দেশবাসীকে সতর্ক করতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দেন টিকা নেওয়ার অর্থ এই নয় আপনারা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ভুলে যাবে। পাশাপাশি একটি টিকা নেওয়ার পর দ্বিতীয় টিকা নেওয়ার ক্ষেত্রে যেন ভুল না হয় সেটাও দেশবাসীকে জানিয়ে দেন তিনি। পাশাপাশি দ্রুত টিকা প্রস্তুত করার জন্য বিজ্ঞানীদের ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যে কোন টিকা প্রস্তুত করতে বছরের পর বছর লেগে যায়। তবে অক্লান্ত পরিশ্রম করে অল্প দিনেই সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের এই প্রচেষ্ঠার জন্য কোন প্রশংসাই পর্যাপ্ত নয়।

আরও পড়ুন:তৃণমূল থেকে আসা প্রত্যেককেই টিকিট দেওয়া হবে না, ঘোষণা দিলীপ ঘোষের

পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ওঁরা দিন-রাত এক করে কাজ করেছেন। ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে খুব কম সময়ে জোড়া ভ্যাকসিন তৈরি হয়েছে। যার সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তিনি আগে পাবেন টিকা। চিকিত্সক-স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনের প্রথম হকদার। এঁদের সংখ্যা প্রায় ৩ কোটি। এঁদের ভ্যাকসিন দেওয়ার খরচ বহন করবে ভারত সরকার।’

একই সঙ্গে ভারতে ভাইরাসের কবলে পড়ে যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে সেই সমস্ত মানুষের কথা এদিন স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বৃদ্ধ বাবা-মায়ের কাছে আসতে পারেনি সন্তান। অনেকে প্রিয়জনদের অন্তিম বিদায় পর্যন্ত জানাতে পারেননি।  নিরাশার এই সময়ে কেউ আশার সঞ্চার করছিল।  প্রাণ বিপন্ন করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-পুলিশরা লড়ে গিয়েছেন। এঁরা কতদিন বাড়ি ফিরতে পারেননি।

তাঁর কথায়, ‘অনেকে শেষপর্যন্ত আর বাড়ি ফিরতে পারেননি। তাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন আজ স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দিয়ে, দেশ তার ঋণ শোধ করছে।  নিজেদের দুর্বলতাকে, শক্তিতে রূপান্তরিত করেছে ভারত।’

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...