“মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটা আন্দোলনের নাম”- ব্যারাকপুরে সভা থেকে মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। তিনি বলেন, আন্দোলনের সঙ্গে সমান্তরাল ভাবে উঠে আসে তৃণমূল (Tmc) নেত্রীর নাম। মানুষের পাশে থেকে মমতার মানুষের জন্য লড়াই শুধু বাংলা বা ভারত নয়, গোটা বিশ্ব দেখছে। এভাবেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় করেন চন্দ্রিমা।

এদিকে, রবিবার বাগনানে জনসভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firad Hakim)। তাঁর মন্তব্য, “তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধররার চেয়ে মৃত্যুবরণ অনেক ভালো”। গান্ধীর (Gandhi) হত্যাকারীদের সঙ্গে যাওয়ার প্রশ্ন নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, “যে বাদে শুধু মানুষে-মানুষে ভেদাভেদ, সেই বাদকে আমরা কীভাবে বিশ্বাস করব?” দলত্যাগীদের নেতাদের বিরুদ্ধে এদিন সরব হন ফিরহাদ।
