Sunday, January 11, 2026

রাজনৈতিক সংঘর্ষে অশান্ত বেলুড়, চলল ‘বোমা-গুলি’

Date:

Share post:

রাজনৈতিক সংঘর্ষে শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়াল হাওড়ার বালি-বেলুড় অঞ্চলে। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ সংঘর্ষে চলেছে গুলিও। শুক্রবার সন্ধে থেকে হাওড়া বেলুড়ে (Belur) তৃণমূল ( Tmc) এবং বিজেপি (Bjp) কর্মীদের ভিতরে গোলমাল বাধে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, বেলুড়ে বিজেপির একটি সভা ছিল। সেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। এ বিষয়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দলীয় পতাকা লাগাতে গিয়ে শাসকদলের হামলার শিকার হন তাদের দলের কর্মীরা। তাদের মারধর করা হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জি টি রোড (GT Road) অবরোধ করেন বিজেপি সমর্থকরা। অবরোধকারীদের অভিযোগ, এদিন ফের হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলাকারীদের কারও হাতে বন্দুকও ছিল বলে অভিযোগ। মহিলারাও পথি নামেন।

দু’পক্ষের সংঘর্ষ এদিন সকালে ব্যাপক আকার নেয়। অভিযোগ, তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে বোমাবাজি হয়েছে। দু পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট ছুড়েছে। গুলি চলে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

সকালে এই সংঘর্ষের ঘটনায় বাজারে যাওয়া মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ক্রেতাদের কেউ কেউ প্রাণ বাঁচাতে বাইক ফেলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। রাস্তায় থাকা ওই বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:দলত্যাগীদের চোখে জল কেন? দ্বিধা না অস্বস্তি?

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ ( Raf)। ঘটনাস্থলে পুলিশ দেরি করে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Advt

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...