Tuesday, December 23, 2025

‘পরিবারতন্ত্রের বিরুদ্ধে আইন আনুন মোদি’, ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

সম্পর্কে অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাইপো। আর এই সম্পর্ককে কেন্দ্র করেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সময় যত গড়িয়েছে পরিবারতন্ত্রের অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই পরিবারতন্ত্র ইস্যুতেই এবার বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের(Diamond harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়া একাধিক বিজেপি নেতার মুখোশ খুলে দিয়ে তিনি জানালেন, ‘কেন্দ্রে আইন আনুক মোদি। পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করতে পারবে না। কথা দিচ্ছি এমন আইন হলে ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেবো।’

রাজনীতিতে পরিবারতন্ত্র প্রসঙ্গে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়েছেন রাজ্যের বিজেপি শিবিরের একাধিক নেতৃত্ব। রবিবার কুলতলি জনসভায় সেই সব নেতাদের নাম ধরে ধরে তাদের মুখোশ খুলে দেন অভিষেক। বলেন, ‘যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছেলে বিধায়ক, রাজনাথ সিংয়ের পুত্র বিধায়ক, মুকুল রায়ের পুত্রও বিধায়ক। শুভেন্দু অধিকারীর ভাই, দাদা, বাবা প্রত্যেকে রাজনীতিতে। এরা আবার পরিবারতন্ত্রের কথা বলে।’

আরও পড়ুন:‘ঘুষখোর’ শুভেন্দু সারদার ৬ কোটি টাকা নিয়েছেন, সুদীপ্তর চিঠি তুলে ধরে তোপ অভিষেকের

এরপর সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো ২৪ ঘণ্টার মধ্যে। আমার পরিবার থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর কেউ নয়। তোমাদের কেউ বলতে হবে তোমাদের পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করবে না। আছে সে ক্ষমতা?’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি তো চাই মোদি সরকার এ বিষয়ে আইন আনুক। একজনের বেশি পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না। সংসদে এই বিল উঠলে সবার আগে আমি সমর্থন দেবো। আছে তোমাদের সেই ক্ষমতা?’

Advt

spot_img

Related articles

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র...

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার...

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...