পদ্ম সম্মানে ভূষিত বাংলার সাত

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত করা হল বাংলার সাত কৃতীকে। এবছর বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন প্রখ্যাত কার্টুনশিল্পী ও লেখক নারায়ণ দেবনাথ (কলা (Narayan debnath), মৌমা দাস (খেলা) (Mouma Das), কামালি সোরেন (সমাজসেবা), জগদীশচন্দ্র হালদার (শিক্ষা), সুজিত চট্টোপাধ্যায় (শিক্ষা), বীরেন কুমার বসাক (কলা), ধর্ম নারায়ণ বর্মা (শিক্ষা)।

আরও পড়ুন:২৬ জানুয়ারি, মঙ্গলবারের বাজার দর

Advt