Saturday, May 17, 2025

ভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ২৯ জানুয়ারি দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

একুশের ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে আগামী ২৯ জানুয়ারি কালীঘাটে জরুরি বৈঠক (Emergent Meeting) ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।দলের সমস্ত সাংসদ, বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে৷ প্রসঙ্গত, ঠিক পরের দিন, ৩০ তারিখ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দু’দিনের রাজ্য সফরে আসার কথা৷

রাজনৈতিক মহলের ধারনা, আসন্ন ভোটে BJP-কে রুখতে যে সব রণকৌশল নেওয়া হয়েছে, তা দলের নেতা-বিধায়ক- সাংসদদের জানাতেই এই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে প্রতিটি কেন্দ্র নিয়ে পর্যালোচনাও করা হবে।

ওদিকে, আগামী ৩০ জানুয়ারি ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবারের সফরে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন (Joining)। এই কারনেই অমিত শাহের সফরের আগের দিন দলের বিধায়ক- সাংসদদের নিয়ে মমতার এই বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়,(Rajib Banerjee) বৈশালী ডালমিয়া (Vaishali Dalmia), প্রতিমা মণ্ডল Pratima Mondol), প্রবীর ঘোষালরা (Prabir Ghoshal)। ডোমজুড়ের বিধায়ক রাজীব মঙ্গলবার বলেছেন, “যে দল থেকেই হোক, প্রার্থী হবো ডোমজুড় থেকেই”। রাজীবের BJP-তে যোগদানের সম্ভাবনা জোরালো। ওদিকে, দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বালির বিধায়ক বৈশালীকে। একই কারনে শোকজ করা হয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। দলের প্রতি অসন্তোষ ব্যক্ত করে শিরোনামে এসেছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলও (Pratima Mondal)। হয়তো আরও কিছু নেতা এই দলে আছেন, এখনও যাদের নাম প্রকাশ্যে আসেনি৷ এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করতে ২৯ তারিখের এই সভা বলে তৃণমূল অন্দরের খবর৷

আরও পড়ুন-পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Advt

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...