Monday, January 12, 2026

‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

Date:

Share post:

“তৃণমূলে ভালো লোকের জায়গা নেই৷ ভালো লোকজনকে যত তাড়াতাড়ি তাড়ানো যাবে, যারা করে-কম্মে খায়, তারা তত তাড়াতাড়ি দলটা দখল করতে পারবে”৷ ফের বিস্ফোরক মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক প্রবীর ঘোষালের (MLA Prabir Ghoshal)৷

এখানেই শেষ হয়নি, বৃহস্পতিবার তিনি বলেছেন, “দলের শো-কজের (Show Cause) চিঠি এখনও পাইনি৷ কোথা থেকে শো-কজ করা হয়েছে, কে শো-কজ করেছে, কিছুই জানিনা৷ ওসব স্রেফ মিডিয়াকে বলা হয়েছে৷ আমার ধারনা, ওই চিঠি আসবেনা৷ ওরা জানে, চিঠি পেলে কড়া উত্তর যাবে, সে কারনেই চিঠি আসবে না৷ তবে আমি অপেক্ষা করছি৷”

এদিকে, বৃহস্পতিবার সকালে কোন্নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় উত্তরপাড়ার এই বিধায়কের ছবি-সহ ব্যানার, নিচে লেখা ‘দাদার অনুগামী’। এই ধরনের ব্যানার প্রসঙ্গেও প্রবীর ঘোষাল ব্যাখ্যা দিয়েছেন৷ বলেছেন, “এতদিন এই এলাকায় কাজ করছি, সাধারণ মানুষ হয়তো ভালোবেসে এই ব্যানার লাগিয়েছে৷ তারা হয়তো চাইছেন, আমি লড়াই করি৷ আমিও মনে করি ভোটে দাঁড়িয়ে জবাব দেওয়া উচিত”৷

রাজনৈতিক মহলের ধারনা, প্রবীর ঘোষালের এ ধরনের বিস্ফোরক কথার অর্থ, তাঁর দলত্যাগ বা বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত ৷ তবে প্রবীর ঘোষাল বলছেন, দলগতভাবে বিজেপিতে যাওয়ার ডাক এখনও আসেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়েছেন প্রবীর ঘোষাল। বলেছিলেন, “দলে ভালো লোকজনের জায়গা নেই৷” এরপরই তৃণমূল শোকজ করে প্রবীরবাবুকে৷ ওদিকে, একথা বলার পর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রবীরবাবুর সাংবাদিক বৈঠক চলাকালীনই দলীয় কর্মীরা বাইরে বিক্ষোভ দেখান, সেসময় ‘গদ্দার’ স্লোগানও ওঠে৷

আরও পড়ুন- পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

Advt

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...